মৃত সাক্ষর সাহা (২৫) রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুর সদরে বলে জানা গেছে।
আরও পড়ুন: প্রহরীকে কুপিয়ে রূপালী ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টা
সাহা দুপুর ১২টার দিকে নগরীর মতিহার থানা এলাকায় লোটাস ছাত্রাবাসে নিজ কক্ষে অচেতন অবস্থায় পড়ে ছিল। এ সময় ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: বগুড়ায় রুয়েট শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আহত অপর ভাই ঢামেক শিক্ষার্থী
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, শিক্ষার্থী সাক্ষর অসুস্থ ছিলেন। শনিবার তিনি স্বাভাবিক নিয়মে তার রুমে ঘুমিয়ে পড়েন। রবিবার দুপুর পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি। রুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য ছাত্ররা দরজা ভেঙে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: নওগাঁয় নদীতে গোসল করতে নেমে রুয়েট শিক্ষার্থী নিখোঁজ
তবে তার মারা যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি এএসএম সিদ্দিকুর রহমান।
আরও পড়ুন: রাজশাহীতে হিজবুত তাহরীর ‘সদস্য’ রুয়েট শিক্ষার্থী আটক