রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে জাতিসংঘের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, 'মানবিক বিবেচনায় আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি। কিন্তু গত চার বছরেও তাদের নিরাপদ এবং স্থায়ী প্রত্যাবাসনের ব্যাপারে কোনো সমাধান পাওয়া যায় নি। আমরা চাই এখন এ বিষয়ে জাতিসংঘ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তৈরি করুক।’
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
বুধবার (১৬ জুন) নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থানের ফলে বিশেষ করে ওই অঞ্চলে যে নেতিবাচক প্রভাব পড়ছে তা তুলে ধরে বলেন, যদি প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু না হয় তবে তা শুধু কক্সবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকাতেই পরিস্থিতির অবনতি ঘটাবে না, বরং তা এ অঞ্চলের এবং বাইরের অবস্থারও অবনতি ঘটাবে।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচর অনেক উন্নত: জাতিসংঘ
এসময় ভাসানচর প্রকল্প বিষয়ে তিনি বলেন, সেখানে রোহিঙ্গারা তাদের অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে পারেন।
ড. মোমেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিশেষ দূতকে ভাসানচর পরিদর্শনে যাওয়ার আমন্ত্রন জানান।
আরও পড়ুন: ভাসানচরে যাবেন জাতিসংঘের সফররত ২ শীর্ষ কর্মকর্তা
বিশেষ দূত মিয়ানমারের সমস্যার স্থায়ী সমাধানকল্পে এবং এই পরিস্থিতির উন্নয়নে দ্রুত প্রত্যাবাসন শুরু করার ব্যাপারে জাতিসংঘ এবং অন্যান্য অংশীজনদে চেষ্টার কথা তুলে ধরেন।
এসময় তিনি ভাসানচর আসার ব্যাপারে তার আগ্রহের কথা জানান।