১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দিয়ে বিশাল আর্থ-সামাজিক ও পরিবেশগত খরচ বহন করতে পারবে না বলে পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসনের মধ্যেই নিহিত উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘এ জন্য তাদের অবশ্যই রাখাইন রাজ্যে প্রত্যাবাসন করতে হবে।’
২২ ও ২৩ মার্চ পাকিস্তানের ইসলামাবাদে ওআইসির কাউন্সিল অব ফরেন ফিনিস্টারের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার বিষয়ে ওআইসির অ্যাডহক মন্ত্রী পর্যায়ের কমিটির উন্মুক্ত বৈঠকে এই আহ্বান জানান পররাষ্ট্র সচিব।
আরও পড়ুন: রোহিঙ্গাদের আবারও ‘বাঙালি সম্প্রদায়’ বলল মিয়ানমার