লক্ষ্মীপুরে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সকালে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
আটক হাফিজ উল্যাহ বাহাদুর পূর্ব চররমনী মোহন গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: শরীয়তপুরে ১০০ কেজি জাটকা জব্দ, ৫ ব্যবসায়ীকে জরিমানা
র্যাবের লে.কমান্ডার মাহমুদুল হাসান বলেন, টেকনাফ সীমান্ত থেকে সমুদ্র পথে মাছ ধরার ট্রলারযোগে ইয়াবাগুলো নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পূর্ব চররমনী মোহন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার বাহাদুরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন: শার্শায় সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ