ঝালকাঠির কাছে সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪২ এ দাঁড়িয়েছে। সোমবার সকালে ঝালকাঠি জেলার শচিলাপুরে বিষখালী নদী থেকে সর্বশেষ লাশটি উদ্ধার করা হয়।
জেলার জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, স্থানীয় পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৯টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করে।
নিহত হাকিম শরীফ (৬০) বরগুনা সদর উপজেলার বাসিন্দা।
তার পরিবারের তিন সদস্য - স্ত্রী প্রিয়া বেগম (৫৫), মেয়ে হাফসা (১৭) এবং ছেলে নাসির উল্লাহ (২)নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
তবে সোমবার টানা ৪র্থ দিনের মতো সুগন্ধা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড সদস্য ও দমকলকর্মীরা।
এদিকে লঞ্চ টার্মিনালে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম এ পর্যন্ত ৪৭ জন নিখোঁজ যাত্রীর তথ্য দিয়েছে বলে জানান ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন।
লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের অন্যতম মালিক হামজালাল শেখকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, শুক্রবার দিবাগত ৩টায় ঢাকা থেকে প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪১ জন। এছাড়া ঘটনায় ৭০ জনের বেশি আহত হয়েছেন এবং আহতদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে লঞ্চটিতে ঠিক কত জন যাত্রী ছিলেন এবং নিখোঁজ যাত্রীর সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।