জরুরি ভিত্তিতে গ্যাসের পাইপলাইন পরিবর্তন ও অপসারণের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শনিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে- মগবাজার রেললাইনের উত্তর পাশের এলাকা, মৌচাক, মালিবাগ রেলগেট, নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, ও মগবাজার টিএন্ডটি কলোনি।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই সময়ের মধ্যে গ্যাস সরবরাহে নিম্নচাপের সমস্যা হতে পারে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইন স্থানান্তরের জন্য দুই উপজেলায় ৪দিন গ্যাস সরবরাহ বন্ধ
নারায়ণগঞ্জে পাইপলাইন লিকেজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে মানুষ
গ্যাসের গন্ধের খবরে ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রণালয়ের