শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় এক মাছের ঘের থেকে কুমির উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন এর দৈর্ঘ্য ৮ ফুট।
সোমবার রাত ৮টায় উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী।
স্থানীয়রা বলেন, এত বড় একটি কুমির এখানে কীভাবে আসলো, সেটি নিয়ে আমরা এখন আতঙ্কে আছি। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী আছে। এখানে এতো বড় কুমির থাকার কথা না। এরকম কুমির সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার
ওসমান বেপারী জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পাজালকান্দি এলাকার মো. খলিল কাজির মাছের ঘেরের পাড়ে এক গর্ত দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরবর্তীতে ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়। কুমিরটি বর্তমানে পাজালকান্দি এলাকায় শিকল ও রশি দিয়ে বাঁধা আছে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। এব্যাপারে রাতে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের পরিচালকের সঙ্গে কথা বলেছি। তাকে কুমিরের ছবি ও ভিডিও পাঠিয়েছি। তারা দেখে বলেছেন এটা নোনা পানির কুমির। তারা পাঁচ সদস্যর একটি দল মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা দিয়েছেন।
জেলা বন বিভাগ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. সানাউল্লাহ পাটোয়ারী আসবেন। পরে কুমিরটির বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।
আরও পড়ুন: নাটোরে যাত্রীবাহী বাস থেকে ২৩ কেজি ওজনের চিত্রা কচ্ছপ উদ্ধার!