শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘হামলার’ প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
প্রগতিশীল ছাত্র জোট, দুপুর ১২ টা ৩০ এর দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো এখনও অপরাধীদের খপ্পরে রয়েছে। গতকাল শাবিপ্রবির ভিসি শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এর আগেও ছাত্রলীগের হামলার শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: শাবিপ্রবির ঘটনায় তদন্ত কমিটি