সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশ করেছে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন ও শিক্ষক। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ সমাবেশ করেন।
এ সময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের অপসারণ, শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
গণতান্ত্রিক ছাত্র পরিষদের সহ-সভাপতি সাইদুল হক নিশান বলেন, ‘শিক্ষার্থীরা শুধু তাদের অধিকার চেয়েছিল কিন্তু শাবিপ্রবি কর্তৃপক্ষ তাদের ওপর অভিযোগ ও গুলি চালিয়ে তাদের দাবি ফিরিয়ে দিয়েছে।’
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস শিক্ষামন্ত্রীর
তিনি বলেন, ‘আমাদের সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ক্ষমতা আছে কিন্তু এটা এমন একজন ভিসিকে অপসারণ করতে পারে না যে তার ছাত্রদের ওপর হামলা চালিয়ে তাদের হাসপাতালে ভর্তি হতে বাধ্য করেছে।’