যশোরের শার্শায় পাঁচভূলোট সীমান্ত থেকে শনিবার দুপুরে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় দুই আসামি পালিয়ে যায়।
আসামিরা হলেন- শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল হক খোকা এবং বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহাআলম।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, শনিবার (৭ জানুয়ারি) দুপুরে শার্শার পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পাই। পরে ভূলোট সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিরোধ করলে তারা দ্রুত দুটি কাগজের পোটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কাগজের পোটলার মধ্যে থেকে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও বলেন, এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে শার্শা থানায়।