আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সময়মতো পদক্ষেপ নিবে সরকার।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমানে এটি একটি বৈশ্বিক সংকট। বাংলাদেশে এটি যাতে কঠিনভাবে আঘাত না হানে সেজন্য পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, তার দল মনে করে যে, জনগণ যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে তাহলে কোনো সংকটই মোকাবিলা করা কঠিন হবে না।
রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে জনগণকে দায়িত্বশীল, সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিএনপি নেতাদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, আমাদের শাসনামলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কখনও পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের নীচে ছিল না।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
কাদের বলেন, হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
তিনি বলেন, বিশ্ব বাজারে জ্বালানির দাম বৃদ্ধির ফলে অনেক উন্নয়নশীল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাভাবে কমেছে।
আরও পড়ুন: কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন ঠেকাতে পারবে না: কাদের
মির্জা ফখরুলের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি দেশের মানুষকে আতঙ্কিত করছে: ওবায়দুল কাদের