প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশকে ২০৪১ সালের সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সৈনিকেরা প্রস্তুত হয়েছে। ডিজিটাল বাংলাদেশে তরুণ প্রজন্ম তাদের প্রতিভা বিকাশের সুযোগ কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলবে।’
রবিবার দুপুরে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ উদযাপন এবং ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিটি মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেন,‘আমি আজ বলতে পারি আমার আর কোনো দুশ্চিন্তা নাই। প্রযুক্তি শিক্ষায় এবং জ্ঞান ভিত্তিক যে সমাজ আমরা গড়তে চাই- আমাদের দেশটা সে পথে অনেকদূর এগিয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশকে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সৈনিকেরা প্রস্তুত হয়েছে।’
ডিজিটাল সেক্টরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ২৪ জন ব্যক্তি, দল ও সংস্থা এই পুরস্কার পেয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে ১২টি এবং জেলা পর্যায়ে ১২টি পুরস্কার দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী যুবক ও অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।
আরও পড়ুন: সার্বভৌমত্ব রক্ষায় সক্ষমতা অর্জন করেছি: প্রধানমন্ত্রী
ডিজিটাল যন্ত্রপাতি রপ্তানি
প্রধানমন্ত্রী বলেন, সঠিকভাবে ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানি করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনে তা তৈরি পোশাকসহ অন্য সব খাতকে ছাড়িয়ে যেতে পারে।
বর্তমানে পোশাক রপ্তানি বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎস উল্লেখ করে তিনি বলেন, তার সরকারের লক্ষ্য রয়েছে ডিজিটাল ডিভাইসের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করা এবং মেধাবী শিক্ষার্থীদের এই খাতে তাদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা।
প্রধানমন্ত্রী বলেন,আমি মনে করি যদি আমরা এই ডিজিটাল ডিভাইসগুলো উৎপাদন এবং রপ্তানি করতে পারি। তবে এটা বাকি সব খাতকে ছাড়িয়ে যাবে। সরকারের লক্ষ্য রয়েছে ২০২৫ সালের মধ্যে ডিজিটাল ডিভাইস খাতে রপ্তানি আয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার।
ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, তাদের লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা যাতে তরুণরা ঘরে বসে তাদের প্রতিভা বিকাশ করতে পারে এবং একই সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আরও পড়ুন: সব বাধা ভেঙে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শেখ হাসিনা বলেন, তার সরকার প্রযুক্তির সাহায্যে বাংলাদেশের জনগণকে যে সেবা দিতে চেয়েছিল, তা ইতোমধ্যে দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৪০০ টাকার নিচে নামিয়েছে, যা বিএনপি সরকারের সময় ছিল ৭৮ হাজার টাকা।
তিনি বলেন, আমরা ৫জি চালু করতে যাচ্ছি।
বাংলাদেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর পাশাপাশি ১৮ দশমিক ১৩ কোটি মোবাইল সিম ব্যবহার করা হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রতি ঘরে এখন ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন আইসিটি বিষয়ক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।
আরও পড়ুন: বিশ্বের ৪৩তম ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা