পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ-ভারতের দীর্ঘ সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে সাম্প্রতিক বছরগুলোতে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। যদিও লালমনিরহাটের মতো কিছু পয়েন্টে সমস্যা রয়ে গেছে।
বুধবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি এটি শূন্যের স্তরে নেমে আসবে (সকল পয়েন্টে)।’
আরও পড়ুন: মানবাধিকার ইস্যু’র রাজনৈতিক ব্যবহার হিতে বিপরীত হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহরিয়ার বলেন, উভয় পক্ষের সদিচ্ছার অভাব নেই এবং বাংলাদেশ গতকাল (মঙ্গলবার) কূটনৈতিক মাধ্যমে ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সমস্যা তুলে ধরেছে।
তিনি বলেন, দুই দেশের অনেক অর্জন রয়েছে।
শাহরিয়ার বলেন, সেখানে কিছু বিঘ্নকারী শক্তি রয়েছে। তবে সম্পর্ক আরও গভীর করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি।
এর আগে বাংলাদেশের নেতারা শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার ওপর জোর দেন।
উভয় পক্ষই সম্মত হয়েছে যে সীমান্তে যে কোনও মৃত্যু উদ্বেগের বিষয় এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে জনমুখী পদক্ষেপ বাড়ানো এবং বেসামরিক নাগরিকদের এই ধরনের মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দিয়েছে।
সুরজবার্তা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত সেমিনারে পানি বণ্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং সম্পর্ক জোরদারে মিডিয়ার ভূমিকাসহ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: ২০২৩ সালে আমরা আরও ভালোভাবে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী