যুদ্ধাপরাধের আসামি ও জামায়াতের নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর ঠিক আগে চিকিৎসা করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
র্যাব সদর দপ্তর থেকে প্রাপ্ত বার্তায় বলা হয়েছে, তাফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর থেকে র্যাব গ্রেপ্তার করেছে এবং এখন তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে।
এদিকে একই অপরাধে ঢাকার উত্তরা থেকে পৃথক অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান,আটক ওই নারীর নাম হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২)।
আরও পড়ুন: শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ, আটক ১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজিস্ট ডা. মোস্তফা জামান যুদ্ধাপরাধের দোষী সাব্যস্ত এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা করেছেন। ‘মৃত্যুর হুমকি পাওয়ার’ পর নিরাপত্তা চেয়ে মঙ্গলবার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, ফেসবুক মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি পেয়ে ওই চিকিৎসক জিডি করেছেন।
এর আগে ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা: দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০