আদালতের রায় বাস্তবায়নে যুক্তরাজ্যে বসবাসরত সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ফেরত দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার বাংলাদেশে সফরতর যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী লর্ড তারিক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
এছাড়া যুক্তরাজ্যের সবজি কারখানায় কর্মরত শ্রমিকদের ভিসা সহজতর করতে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে যুক্তরাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত থাকার আহ্বান করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে একটি টেকসই সমাধানের আশ্বাস দেন লর্ড আহমেদ।
সাইবার নিরাপত্তা এবং ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে দুই মন্ত্রী মত বিনিময় করেন।
বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান লর্ড আহমেদ এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে স্বীকৃতি দেন।
করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে পরবর্তীতে এ তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয় দেশটি। এ জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ দেন।
এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে লর্ড আহমেদ ‘বাংলাদেশ-যুক্তরাজ্য: উন্নয়ন অংশীদার’ শীর্ষক এক সভায় বক্তব্য দেন।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তিন দিনের বাংলাদেশে সফরে এসেছেন লর্ড আহমেদ।
আরও পড়ুন: যুক্তরাজ্য-ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার