সাতক্ষীরায় ১০ দফা দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল শনিবার পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। এসময় জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
জানা যায়, এদিন সকাল সাড়ে ৭টার দিকে শহরের হাটের মোড় থেকে মিছিলটি বের হয়ে একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে বিক্ষোভ শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে।তারপর নবারুন স্কুলের সামনে থেকে শুরু করে সাতক্ষীরা জামায়াত অফিস পর্যন্ত আরও একটি মিছিল বের করে দলটি। এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: গণমিছিল সফলে প্রস্তুতি সভা করেছে সিলেট মহানগর বিএনপি
মিছিলের নেতৃত্ব দেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শনিবার সকালে নশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: আ.লীগের অনুরোধে গণমিছিলের তারিখ পরিবর্তন করবে বিএনপি