বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোকতাদির চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন শুক্রবার (১ নভেম্বর) ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম মেহেরা মাহবুব এ আদেশ দেন।
আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে
এর আগে বৃহস্পতিবার(৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মুক্তাদিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পুলিশ বিএনপি কার্যালয়ে ঢুকে লাঠিপেটা ও গুলি চালালে মকবুল গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান তিনি।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।