সাভারে একাদশ শ্রেণির ছাত্র আবদুল আহাদ সৈকত হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সাভারে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবদুল আহাদ সৈকতকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলাটি করেন সাভার পৌর এলাকার শাহীবাগের বাসিন্দা ও নিহতের বাবা নজরুল ইসলাম।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান শুক্রবার (২৩ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: হাসিনা-সাবেক প্রধান বিচারপতি খায়রুলের বিরুদ্ধে হত্যা মামলা
মামলার এজাহারে বলা হয়, একাদশ শ্রেণির ছাত্র সৈকত গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন।
সাভার থানা রোডের মুক্তির মোড়ে তাকে পিটিয়ে ও গুলি করে গুরুতর আহত করা হয়। অন্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলায় আরও উল্লেখ করা হয় শেখ হাসিনাসহ মামলার এজাহারে থাকা এক থেকে ১০ নম্বর আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুকুম দিয়ে আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের দিয়ে সৈকতকে হত্যা করেছে।
সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান জানান এ মামলার তদন্ত চলছে।
আরও পড়ুন: হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল-রূপা