সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোটা আন্দোলনে সহিংসতায় আরও ১৪টি মামলা দায়ের হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি-মিডিয়া) জাহাঙ্গীর কবির জানান, এ নিয়ে ডিএমপির বিভিন্ন থানায় মোট ২৪৩টি মামলা রেকর্ড হলো।
তিনি বলেন, এ সময়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ২ হাজার ৮২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি সারাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে দুই শতাধিক নিহতের খবর প্রকাশিত হলেও রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেন, মাত্র ১৪৭ জন নিহত হয়েছে।