১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসাবে অস্বীকার করে এবং পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও ঢাকার সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। এসময় পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন নিহত হন।
ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
ইউএনবি জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের খবর:
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা শহরের গুরুদয়াল সরকারী কলেজের প্রধান শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথমে জাতীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ও পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
চুয়াডাঙ্গা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে নানা শ্রেণি পেশার মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, শ্রমজীবী, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি নানা ধরনের প্রতিষ্ঠান।
একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফুল দিয়ে শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
রাঙ্গামাটি
মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন রাঙ্গামাটির সর্বস্তরের জনসাধারণ।
একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এরপর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া, জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর প্রমুখ।
সুনামগঞ্জ
যথাযোগ্য মর্যাদায় মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের প্রথম প্রহরে রাত শুক্রবার ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল ছাত্রদল ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেৃতত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ এমরান হোসেন, পুলিশ সুপার-২ মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ।
দিনাজপুর
হিলি সীমান্তে শ্রদ্ধাঞ্জলি বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের পক্ষে ভারতের উজ্জীবন সোসাইটির সাধারণ সম্পাদক সুরুজ দাস ও বাংলাদেশের পক্ষে হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলি ও সাপ্তাহিক আলোকিত সীমান্তের সম্পাদক জাহিদুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি বিনিময় করেন। পরে সেখানে দুদেশের শিল্পীরা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।