ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সালাম না দেয়ায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাজ্জাদুল হক সাঈদী। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও সূর্য সেন হলের আবাসিক ছাত্র।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম মানিকুর রহমান মানিক। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ও হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী।
ভুক্তভোগী সাঈদী মানিকুর রহমানের বিরুদ্ধে হল প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন।
তিনি তার চিঠিতে লিখেছেন, ‘মঙ্গলবার রাতে আমি অনলাইন ক্লাস করছিলাম। এসময় ছাত্রলীগের কয়েকজন কর্মী আমার কক্ষে প্রবেশ করে। আমি ক্লাসে ব্যস্ত থাকায় তাদের সালাম দিতে পারিনি। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মী মানিকুর রহমান আমাকে চড় ও লাথি মারেন।’
আরও পড়ুন: ঢাবি ছাত্রকে মারধরের অভিযোগ
তিনি আরও লিখেছেন, ‘মানিকুর আমাকে এবং আমার রুমমেটদের তাদের প্রোগ্রামে না আসার জন্য বকাঝকা করেছিল এবং তাদের সালাম না দেয়ায় আমাকে হুমকি দিয়েছিল। জুম লিঙ্ক কাটার পর যখন আমি উঠে দাঁড়ালাম, তখন সে আমাকে চড় মেরে ও বুকে লাথি মেরে দূরে ফেলে দেয়।’
এ বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত মানিকুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মারধরের ঘটনার কথা স্বীকার করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেন, গতরাতে যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আজ বিকালে তাদের সঙ্গে বিষয়টি মিমাংসা করব।
সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মকবুল হোসেন ভুঁইয়া বলেন, আমি অভিযোগপত্র পেয়েছি এবং তিন কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ঢাবির হল থেকে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আজীবন বহিষ্কার