রাজধানীর মিরপুর এলাকায় রবিবার ভোরে পুলিশের গোয়েন্দা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে সাহিনুদ্দিন হত্যা মামলার আসামি নিহত হয়েছেন।
নিহত মো. মনির সাহিনউদ্দিন হত্যা মামলার ৬ নম্বর অভিযুক্ত আসামি।
গোপন তথ্যের ভিত্তিতে মনির মিরপুর এলাকায় ২২ তলা ভবনের কাছে ঈদগাহ মাঠে অবস্থান করছে, এমন সংবাদে রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: বিজিবির সাথে এবার টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ‘মাদক কারবারি’
ডিএমপির অতিরিক্ত ডেপুটি কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ মনিরের সাথে অস্ত্র উদ্ধারের জন্য রাজধানীর পল্লবীর সাগুফতা হাউজিংয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে রাত সোয়া ২ টার দিকে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে, আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মনিরের গায়ে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যরা অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ‘ইয়াবা কারবারি’ নিহত
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করেছে। এব্যাপারে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারে ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত