রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার (১ নভেম্বর) দেশে ফিরবেন।
রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ভ্রমণের জন্য যথেষ্ট ভালো।
সোমবার (৩০ অক্টোবর) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
আরও পড়ুন: তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সিইসি’র নেতৃত্বাধীন কমিশন
প্রেস সচিব আরও জানান, রিপোর্ট পর্যালোচনা শেষে চিকিৎসকরা রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
পরে অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য চিকিৎসকদের একটি বোর্ড সভা গঠন করা হয়। বিভিন্ন রিপোর্ট ও শারীরিক অবস্থা বিবেচনা করে ১ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপতি উড়োজাহাজে ভ্রমণ করতে পারবেন বলে অভিমত ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।