সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ফেন্সিডিল ও ইয়াবা জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. কাওছারুজ্জামান (৩৫), মো. আক্তারুজ্জামান (৪০), মো. সাইফুল ইসলাম (৫৭), সজল কর্মকার (২৭), মো. ওসমান গনি (৩৮), মো. আল আমিন (২৪) ও মো. আসাদুল ইসলাম (২৫)।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত-বিন-আসাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু-বৃদ্ধ নিহত
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উল্লাপাড়ার ঝিকিড়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে কাওছারুজ্জামান, আক্তারুজ্জামান, সাইফুল ইসলাম ও সজল কর্মকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই গ্রাম হেরোইন, এক বোতল ফেন্সিডিল, নগদ তিন হাজার ৭৮০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এরপর রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুরের তালগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনি, আল আমিন ও আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮৪ পিস ইয়াবা, নগদ ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মিল্কভিটা কারখানায় অগ্নিকাণ্ড
গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।