সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় পুলিশের গাড়িতে ছিনতাইয়ের দু’দিন পর মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বগুড়ার সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার গভীর রাতে সোনাতলা থানার একদল পুলিশ ঢাকা থেকে একটি মামলার ভুক্তভোগীকে উদ্ধার করে মাইক্রোবাসে করে বগুড়া যাচ্ছিলেন। এ সময় সাদা রংয়ের মাইক্রেবাসাটি উল্লেখিত এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা এলোপাথারি ঢিল ছুঁড়ে ওই গাড়ির গতিরোধ করে এবং এতে মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যাওয়ায় চালক রাস্তার পাশে গাড়ি থামিয়ে দেয়। এ সময় কয়েকজন ছিনতাইকারী মাইক্রোবাসে থাকা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে একটি ওয়াকিটকি, নগদ টাকা, দুটি মোবাইল ফোন ও র্স্বনের গহনা ছিনিয়ে নিয়ে যায়।
আরও পড়ুন: অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই কিশোর কায়েসকে হত্যা!
ওসি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বগুড়ার সোনাতলা থানার এসআই আব্দুল খালেক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের নির্দেশনায় পুলিশের বিশেষ কয়েকটি টিমের অভিযান চলছে।
খুব শিগগিরই লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ডিবি পরিচয়ে ছিনতাই: ২ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার