পৃথক অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানা ও সদর উপজেলায় ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করেছে র্যাব-১২ সদস্যরা। এসময় নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নরসিংদী জেলার মো. ইউসুফ মিয়া (৩০), রাজশাহী জেলার মো. মোস্তাকিম আহমেদ সিফাত (১৯) ও দিনাজপুর জেলার মোছা. মালা বেগম (৫৪)।
শুক্রবার র্যাব-১২’র মেজর এম. রিফাত-বিন-আসাদ (মিডিয়া অফিসার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর গ্রাম এলাকায় নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামানে অভিযান চালিয়ে মো. ইউসুফ মিয়া ও মো. মোস্তাকিম আহমেদ সিফাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এরপর শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের মসজিদের সামনে অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইনসহ মোছা. মালা বেগম নামের ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন: ২৪ বছর ধরে হোল্ডিং ট্যাক্স না দেয়ায় গণস্বাস্থ্য হাসপাতালে ডিএসসিসির অভিযান
১০ ট্রাক অস্ত্র মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানি ১৮ অক্টোবর