সিরাজগঞ্জ সদর এলাকা থেকে ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এসময় দু’জনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার বিকাল সোয়া ৫টায় সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ঠাকুরগাঁওয়ের হরিপুরের মারাধার গ্রামের মৃত সামসুল হকের ছেলে মো. হোসেন আলী (৪০) এবং সিরাজগঞ্জ সদরের আগবয়ড়া গ্রামের মো. দেরাজ প্রামানিকের ছেলে মো. ইসমাইল হোসেন (২৯)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান র্যাব।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে বিজিবির অস্ত্র ও গুলি জব্দ