সিলেটে জমজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রয়ারি) সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন কুচাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফটিকছড়িতে পারিবারিক বিরোধে যুবককে গলা কেটে হত্যা!
নিহত শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে ও পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
আটক ব্যক্তিরা হলেন- কামরুল, বদরুল, মালই, মুন্নি, ফাহিমা।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, সাবুলের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশি ময়না মিয়ার ছেলে বদরুল, মালই, নজরুল, ফখরুলের বিরোধ ছিল। শুক্রবার সকালে সাবুল তার বাড়ির সামনে গাছ কাটতে যান। এসময় বদরুলসহ তার ভাইয়েরা তাকে বাঁধা দেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সাবুলের ওপর হামলা চালায় এবং লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে।
আরও পড়ুন: দামুড়হুদায় ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
পরে আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি জানান, ঘটনাস্থল থেকে দুটি দা, রড, কুড়াল ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।