সিলেট বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ৭৭২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২৭ জন এবং মারা গেছেন ছয় জন।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় করোনা বিষয়ক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের নিয়ে এ পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৫১ জনে। নতুন ৩১৬ জনকে নিয়ে এ পর্যন্ত বিভাগে ৪২ হাজার ৯০৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: কুষ্টিয়া ও ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৫ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ছয়জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৪৩ জন। একই সময় সুস্থ হয়েছে ৩১৬ জন।
এদিকে, একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের সকলেই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে বিভিন্ন হাসপাতালে ৫৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ৮ মৃত্যু
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৫১৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন আছেন।