বর্তমানে মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত মেহেদী হাসানকে সুইডেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত-মনোনীত মেহেদী হাসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার এবং একজন কূটনীতিক।
তার কূটনৈতিক কর্মজীবনে তিনি হংকংয়ে কনসাল জেনারেল এবং মানামায় কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মস্কো ও নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত
মেহেদী হাসান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন।
তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ‘ডিপ্লোমা’ (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট না দেয়ায় বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া