বাংলাদেশে আরও সুইস বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে সুইজারল্যান্ডের স্টেট সেক্রেটারি লিভিয়া লিউয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
শাহরিয়ার সুইস স্টেট সেক্রেটারিকে জানান, বিশ্বের সবচেয়ে সহজ বিনিয়োগের সুযোগ দেয় বাংলাদেশ।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অসামান্য সাফল্যের বিষয়টি তুলে ধরেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ‘কৌশল’ ভারসাম্যপূর্ণ: এসসিএমপি
প্রতিমন্ত্রী বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে করোনা মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসময় তিনি রোহিঙ্গা সংকটের দ্রুত টেকসই সমাধানের জন্য সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।
বাংলাদেশ ও সুইজারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন সুইস স্টেট সেক্রেটারি।
তিনি ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় সমর্থন চান প্রধানমন্ত্রী
লিভিয়া লিউ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ আগামী বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জারদার করার জন্য সুইজারল্যান্ডের আগ্রহ প্রকাশ করেন।
তিনি বাংলাদেশের সঙ্গে এয়ার সার্ভিস চুক্তি এবং দক্ষতা ও জ্ঞান অংশীদারিত্ব বিষয়ে সমঝোতা স্মারক সম্পন্ন করতে সুইজারল্যান্ডের আগ্রহ প্রকাশ করেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে সুইজারল্যান্ডের প্রার্থীতাকে নিঃশর্ত সমর্থন দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: আফগানিস্তানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা