অবৈধভাবে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিন ভারতীয় যুবককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের পাশ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের সাইপ্রাস থানার কালাটেক গ্রামের লিটন দাস (২৫), সুরঞ্জিত দাস (২৮) ও সাদব দাস (৩০)।
মাদক মামলায় তিন ভারতীয় যুবককে কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট সোহেল আহমদ সোহেল মিয়া।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৭ মার্চ সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে তিন হাজার ৯৭০ পিস ইয়াবা ও এক বোতল ভারতীয় মদসহ ভারতীয় ওই তিন যুবককে গ্রেপ্তার করে র্যাব সিলেট অফিসের সদস্যরা। এই ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা করা হয়।
তিনি আরও জানান, ইয়াবা জব্দের বিষয়টি প্রমাণিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার তাদের সাত বছর করে সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে হাজির ছিলেন বলেও জানা যায়।