বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর মাসে সারাদেশে অভিযান চালিয়ে ১৯২ কোটি টাকা মূল্যের অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্য জব্দ করেছে।
অন্যদিকে, গত আগস্টে বিজিবি ২১৫ কোটি টাকার মালামাল জব্দ করেছিল। যা গত সেপ্টেম্বরের তুলনায় ২২ কোটি ৮১৩ লাখ টাকা বেশি ছিল।
আরও পড়ুন: আগস্ট মাসে ২১৫.২৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে: বিজিবি
১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে- ৮ লাখ ৬৯ হাজার ৫৫৭ পিস ইয়াবা, ১০ দশমিক ৯৯১ কেজি ক্রিস্টাল মেথ, ১১ হাজার ৭০৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮৩৯ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৭১৯ ক্যান বিয়ার, ১ হাজার ২১২ কেজি গাঁজা, ৩০ দশমিক ৪১৫ কেজি হেরোইন, ৪ লাখ ৫৩ হাজার ১০৬ প্যাকেট সিগারেট ও বিড়ি জব্দ করা হয়।
শরিফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ হাজার ১০৬টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ১ হাজার ৪৪৮টি অন্যান্য ট্যাবলেট রয়েছে।
অন্যান্য চোরাচালান সামগ্রীর মধ্যে রয়েছে- ৩১ কেজি ১৯ কেজি স্বর্ণ, ২৬ দশমিক ৭০৬ কেজি রূপা, ৫ লাখ ৬৯ হাজার ৪৬৮টি কসমেটিকস, ১৯ হাজার ৫৬টি নকল জুয়েলারি, ২৪ হাজার ৩১২টি শাড়ি, ১০ হাজার ৮০৬টি থ্রিপিস/শার্ট-পিস/বিছানার চাদর/কম্বল, ১ হাজার ৭২০ সিএফটি কাঠ, ৬ হাজার ৫৩৫ কেজি চা পাতা, ১ লাখ ১৮ হাজার ৯১০ কেজি কয়লা, ১১টি হার্ড রকের প্রতিমা, ৫টি পিকআপ ভ্যান, ৫টি পিকআপ ভ্যান এবং ৬টি পিকআপ ভ্যান।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি পিস্তল, বিভিন্ন ধরনের ৯টি বন্দুক, সাতটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৬ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৯ জন বাংলাদেশি নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক এবং মিয়ানমারের ১৩১ জন নাগরিককে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নিষ্ঠার সঙ্গে দেশের জন্য দায়িত্ব পালন করুন: বিজিবি মহাপরিচালক
৪ দিনব্যাপী বিজিবি-বিএসএফ আঞ্চলিক কমান্ডার পর্যায়ের সম্মেলন শুরু