ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বাংলাদেশ পুলিশের সদস্যদের অবশ্যই জনগণের ট্রমা কাটিয়ে উঠতে সেবা দিতে হবে। কারণ এটিই কলঙ্কিত বাহিনীর ভাবমূর্তি ফেরানোর একমাত্র উপায়।
শনিবার(২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাইয়ের ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাব অনেক পুলিশ কর্মকর্তাকে সামাজিকভাবে কলঙ্কিত করেছে।
ডিএমপি কমিশনার বলেন, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে আমরা এখনো লজ্জা পাই।’
তিনি বলেন, ‘এই ট্রমা থেকে বেরিয়ে আসতে হলে দেশের মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। একমাত্র সেবার মাধ্যমেই আমরা আমাদের হারানো গৌরব ও ভাবমূর্তি ফিরে পেতে পারি, ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে: ডিএমপি কমিশনার
তিনি পুলিশের দাবির পক্ষে সুপারিশ করার জন্য প্রশাসনিক সংস্কার কমিশনের সঙ্গে জড়িত থাকার জন্য কর্মরত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, 'ব্যক্তিগত প্রচেষ্টা সমিতির মাধ্যমে সম্মিলিত প্রতিনিধিত্বের মতো প্রভাব নাও ফেলতে পারে।’
তিনি পদমর্যাদা নির্বিশেষে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঐক্যের গুরুত্বের উপর জোর দেন এবং অ্যাসোসিয়েশনকে আর্থিক সহায়তাসহ তার নিজের সহায়তারও আশ্বাস দেন।