প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার স্কটল্যান্ডে পৌঁছেছেন। ২৬তম জাতিসংঘ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ দ্য পার্টিস (কপ-২৬) তে যোগ দিতে দুই সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্স গেছেন তিনি।
বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে গ্লাসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে রবিবার সকাল ৯টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
সফরকালে তিনি ২৬তম জাতিসংঘ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ দ্য পার্টিস (কপ-২৬), বাংলাদেশ বিনিয়োগ সামিট এবং সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী বৃটিশ প্রিন্স চার্লসের সাথেও বৈঠক করবেন। ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন: ২ সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা-প্যারিস সম্পর্ক উন্নয়নে ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রমন্ত্রী