প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে রবিবার ঢাকা ত্যাগ করবেন। রবিবার রাত ৯টায় বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
সফরকালে তিনি ২৬তম জাতিসংঘ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ দ্য পার্টিস (কপ-২৬), বাংলাদেশ বিনিয়োগ সামিট এবং সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী বৃটিশ প্রিন্স চার্লসের সাথেও বৈঠক করবেন। ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন: ঢাকা-প্যারিস সম্পর্ক উন্নয়নে ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রমন্ত্রী
বনভূমি রক্ষায় ডিজিটাল জরিপ পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে: প্রধানমন্ত্রী