স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খ্যাতিমান সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ এবং রেডিও স্টেশনটির সংগঠক আশফাকুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
শুক্রবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, একই দিনে দুই বরেণ্য শিল্পীর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধে তাদের অসামান্য অবদান জাতি কখনো ভুলবে না।
আরও পড়ুন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ আর নেই
সাহাবুদ্দিন মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে রেডিওতে প্রচারিত ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটিতে অংশ নিয়েছিলেন বুলবুল।
অন্যদিকে, আশফাকুর যুদ্ধের সময় গোপন রেডিও স্টেশনে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সংগঠকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক