ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারেরা হলেন- দিলগাঁও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সোহাগ (৩০), খতিবের ছেলে দুলাল হোসেন (২৭), মৃত আব্দুল হামিদের ছেলে ফজিল উদ্দিন(৫০), ফজিল উদ্দিনের ছেলে মোকলেসুর রহমান(২৩), মৃত শফিউল্লাহর ছেলে আব্দুল্লাহ (৪৯), ফজিল উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (২৯) ও মৃত আফতাব উদ্দিনের ছেলে হামিদুর রহমান(৫২)।
জানা যায়, গত বুধবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্রামে উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক মামলার এজাহার নামীয় আসামি মাইনুদ্দিন ওরফে ছোটনকে (২৯) তার বাড়ি থেকে আটক করার সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছোটন চিৎকার করে লোকজনকে ডাকতে থাকে ও পুলিশের হাত থেকে তাকে রক্ষা করার জন্য চেঁচামেচি করে। এসময় এজাহার নামীয় ২৫ জন আসামিসহ আরও ৩০/৪০ স্থানীয় লোক পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এঘটনায় এসআই রাশেদুল ইসলাম ও পুলিশ সদস্য আব্দুর রশিদ আহত হয়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় হরিপুর থানায় রাতেই ২৫ জনের নাম উল্লেখ এবং ৪০/৫০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দিলগাঁও গ্রাম থেকে এজাহার নামীয় সাত আসামিকে গ্রেপ্তার করে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। চিরুনি অভিযান চালিয়ে এজাহার নামীয় সাত আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফির মাধ্যমে প্রতারণার অভিযোগ, ৪ যুবক গ্রেপ্তার