হাওর অঞ্চলে শতভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি আরও জানান, সারাদেশের ৬৪ ভাগ ধান কাটা শেষ৷ চলতি মাসের মধ্যেই বাকি ধান কাটা শেষ হবে।
আরও পড়ুন: খামারিদের দেয়া সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: কৃষিমন্ত্রী
মঙ্গলবার সচিবালয়ে বোরো ধানের উৎপাদন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী।
মন্ত্রী জানান, এ বছর বোরোতে ২ কোটি ৫ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে সরকার৷ আশা করা হচ্ছে, গত বছরের তুলনায় ১০ লাখ টন বেশি উৎপাদন হবে।
আরও পড়ুন: ধান-চাল ক্রয়ের জন্য যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে: কৃষিমন্ত্রী
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রণোদনা থেকে ১ লাখ ২ হাজার ১০৫ জন কৃষককে আড়াই হাজার টাকা করে দেয়া হবে।
আরও পড়ুন: শেখ হাসিনা কৃষিকে দিয়েছেন নতুন দিগন্ত: কৃষিমন্ত্রী
মন্ত্রী আরও বলেন, চলতি আউশ মৌসুমে ১৩ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে, উৎপাদন লক্ষমাত্রা ৩৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন৷