দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর লাশ চার দিন পর সোমবার সন্ধ্যায় ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম।
আরও পড়ুন: জাফলংয়ে গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ
এসময় সেখানে বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, নিহতের বাবা ও অন্যান্য স্বজনেরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, সোমবার সন্ধ্যা ৬টায় ভারতের হিলি থানার এসআই প্রিতম সিং আমাদের কাছে বাবুর লাশ হস্তান্তর করেন। এসময় কিছু আনুষ্ঠানিকতা শেষে বাবুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের একমাত্র ছেলে।
এদিকে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় হিলি সীমান্তের ধরন্দা এলাকা দিয়ে ভুলবশত ভারতের কুণ্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু।
এসময় হিলি বিওপির বিএসএফ সদস্যরা বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বাবু। অবশেষে চারদিন পর সোমবার বাবুর লাশ নিজ দেশে পাঠানো হয়।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: ৪দিন পর আজ লাশ হস্তান্তর