ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সারা দেশে মোট ৯টি অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, গাবতলী, নটরডেম কলেজের কাছে, রূপনগর, সূত্রাপুর ও মিরপুর এলাকায় এই ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেললাইন ও নৌপথ অবরোধ শুরুর আগে ঢাকায় এই অগ্নিসংযোগগুলোর ঘটনা ঘটেছে বাসে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ আজ সকালে যান চলাচলের মধ্য দিয়ে শুরু
একই সময়ে গাজীপুর ও বরিশালে যথাক্রমে একটি পিকআপ ভ্যান ও একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বরিশাল নগরীতে অবরোধের সমর্থনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সমর্থকরা আজ সকালে মিছিল বের করে এবং রাস্তায় টায়ার জ্বালায়।
শনিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ সফল করার জন্য দেশবাসী ও বিএনপি সমর্থকদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: দীর্ঘ অবরোধে দেশের অর্থনীতিতে মন্দা