করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার আগামী ২২-২৮ এপ্রিল পর্যন্ত আরও এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগের সপ্তাহে লকডাউনে যে নির্দশনা ছিল এবারও তাই থাকছে। আগের মতই কঠোর লকডাউন হবে।’
তিনি আরও বলেন, আজকে যে সিদ্ধান্ত হল সে সামারি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন হলেই প্রজ্ঞাপন জারি করা হবে।
কখন প্রজ্ঞাপন জারি হবে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বাক্ষর হলেই দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারি হবে।
চলমান লকডাউন ২১ এপ্রিল শেষ হবে।