ঈদের ছুটিতে সারাদেশে মোটরযান চলাচলের সুবিধার্থে ২৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক অফিস আদেশে সিএনজি স্টেশন মালিকদের এ নির্দেশনা দেয়।
আদেশে বলা হয়, ঈদুল আযহার আগের ৫ দিন, ঈদের দিন এবং ঈদের পর সাত দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে।
বর্তমানে, গ্যাস সংকটের কারণে গ্যাস রেশনিং পরিকল্পনার অংশ হিসেবে সিএনজি পাম্পগুলো প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বন্ধ থাকে।
আরও পড়ুন: বগুড়ায় সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুরের প্রতিবাদে দিনব্যাপী ধর্মঘটের ডাক
রমজানে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে