সরকার কমপক্ষে এক কোটি মানুষকে ২৬ ফেব্রুয়ারি টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
এ উদ্যোগ বাস্তবায়ন করতে স্বাস্থ্যমন্ত্রী তার মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন বলে বৃহস্পতিবার পিআইডির এক হ্যান্ডআউটে বলা হয়েছে।
বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয় যে যদি লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা যায় তাহলে সংক্রমণ ও মৃত্যু হার দুই-ই কমতে পারে।
বৈঠকে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে।
আরও পড়ুন: করোনার মধ্যেও দেশের রেমিট্যান্স খাত ঊর্ধ্বগতিতে আছে: স্বাস্থ্যমন্ত্রী
পরিকল্পনা অনুযায়ী, ভাসমান জনগোষ্ঠীর যারা এখনও টিকা নেয়নি তাদের টিকাদান কর্মসূচির আওতায় আনতে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ড বা সরকার মনোনীত এলাকা থেকে কমপক্ষে এক কোটি মানুষ বাছাই করা হবে।
এদিন বিভিন্ন পর্যায়ে (উপজেলা, পৌরসভা ও সিটি ওয়ার্ড) ছয় দশমিক ৫৫ মিলিয়ন টিকা প্রদান করা হবে।
এছাড়া বিভিন্ন কারখানা, বাজার, রেস্তোরাঁ, নৌকা, লঞ্চ, জাহাজ, ইটভাটা ও অন্যান্য ভাসমান সম্প্রদায়ের শ্রমিকসহ বিশেষ সম্প্রদায়কে সাড়ে তিন মিলিয়ন টিকা দেয়া হবে।
এ দিন টিকা নেয়ার জন্য টিকার নিবন্ধন বা জন্ম সনদ লাগবে না।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর