দুই বছরের অধিক সময় পর বন্ধ থাকার পর আবারও খুলনা-কলকাতা রুটে আন্তর্জাতিকমানের বন্ধন এক্সপ্রেস চালু করা হচ্ছে। করোনা সংক্রমণের সময় বন্ধ হয়ে যাওয়া এই বন্ধন এক্সপ্রেসটি করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় আগামী রবিবার থেকে আবারও চলাচল শুরু করবে।
ইতোমধ্যে খুলনা আধুনিক রেল স্টেশন থেকেও বন্ধনের টিকিট বিক্রি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: করোনাভাইরাস: এক মাস বন্ধ ভারতগামী ‘বন্ধন এক্সপ্রেস’
সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়। সংক্রমণ কমায় দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধই ছিল। এর আগে ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনা রুটে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনের কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা। এর সঙ্গে ৫০০ টাকা ভ্রমণ কর যোগ করা হয়।
ট্রেনে করে যাওয়া আসা করা কলকাতার যাত্রী রেখা রানী বলেন, ট্রেনে যাতায়াত করা সুবিধাজনক। খুলনা থেকে একেবারে কলকাতা গিয়ে নামা যায়। অন্যভাবে গেলে বর্ডারে অনেক সময় নষ্ট হয়।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে যশোরে থামবে খুলনা-কলকাতা রুটের ‘বন্ধন এক্সপ্রেস’
এ ব্যাপারে খুলনা আধুনিক রেল স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, বন্ধন এক্সপ্রেস ২৯ মে সকালে কলকাতা থেকে যাত্রা শুরু করে দুপুর সাড়ে ১২টায় খুলনা পৌঁছাবে আর দুপুর দেড়টায় খুলনা থেকে আবার কলকাতার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাবে। কেবিন প্রতি ভাড়া দুই হাজার পঞ্চান্ন টাকা আর চেয়ার প্রতি এক হাজার ৫৩৫ টাকা নেয়া হচ্ছে।