৩২ কোটি ৪৬ লাখ টাকা বকেয়া আদায়ের জন্য সরকার রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের কাছে রিজেন্ট এয়ারওয়েজের ভ্রমণ কর বাবদ ৩২ কোটি ৪৬ লাখ টাকা বকেয়া ছিল। ব্যাংক হিসেব বাজেয়াপ্ত করে এক কোটি ৩৭ লাখ টাকা আদায় করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিকে অসামান্য বলেছে আইএমএফ: অর্থমন্ত্রী
হাবিব হাসান তার প্রশ্নে অভ্যন্তরীণ এয়ারলাইন্সের ট্রাভেল ট্যাক্সের কোনো বকেয়া আছে কি না জানতে চান। বকেয়া আদায়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চান তিনি।
অর্থমন্ত্রী জানিয়েছেন, রিজেন্ট এয়ারওয়েজ বন্ধ থাকায় বকেয়া রয়ে গেছে। অনাদায়ী বকেয়া আদায়ের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে রিজেন্ট এয়ারওয়েজ ২০২০ সালে তার সমস্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে।
আরও পড়ুন: আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি ফেব্রুয়ারিতে পাওয়া যাবে: অর্থমন্ত্রী
অর্থনৈতিক সংকট নিরসনে বিশ্ব নেতাদের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান