টানা দুদিন তীব্র যানজটে ভয়াবহ সময় পার করেছেন রাজধানীবাসী। তবে বৃহস্পতিবার থেকে টানা তিনদিনের সরকারি ছুটিতে অনেকেই ঢাকা ত্যাগ করেছেন। ফলে যানজট থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ঢাকাবাসী।
বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হওয়ায় অনেক ঢাকার বাসিন্দা ছুটি কাটাতে বাড়ি, পর্যটন স্পট ও রিসোর্টের উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন। এতে রাজধানীতে যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।
তবে ছুটি কাটাতে যাওয়া মানুষের বিশাল ভিড়ে বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি করে।
ইউএনবির কুমিল্লা প্রতিনিধির প্রতিবেদন: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার বিকালে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়েন শত শত যানবাহন ও যাত্রী।
আরও পড়ুন: অস্বাভাবিক যানজটে দুর্ভোগে ঢাকাবাসী
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনের ছুটি পেয়েছেন মানুষ। এ জন্য মহাসড়কটিতে যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।