জয়পুরহাট শহরে চার বছর বয়সী নিজ শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক মা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট পৌরশহরের বারিধারা মহল্লায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
মা মৌমিতা পাল সোনালী ব্যাংক কর্মকর্তা নয়ন কুমার পালের স্ত্রী। তারা শহরের বারিধারা মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল ইসলাম জানান, মা মৌমিতা পাল পারিবারিক নির্যাতনসহ নানা কারণে মানসিক হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার স্বামী নয়ন কুমার পাল তার কর্মস্থলে (সোনালী ব্যাংক পাঁচবিবি শাখা ) গেলে স্ত্রী মৌমিতা পাল বাসায় মোবাইল চার্জারের তার দিয়ে মেয়ে কনিকা পাল ওরফে হিয়ার গলায় ফাঁস দিয়ে (প্যাচ দিয়ে) হত্যা করে।
পরে তিনি নিজেই থানায় এসে হত্যার বিষয়টি পুলিশকে জানায় এবং আত্মসমর্পণ করেন।
এরপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা, আটক ২
কুড়িগ্রামে আম গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে ভাই-বোনকে পিটিয়ে হত্যা