করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ জেলা প্রশাসক এবং দুই বিভাগীয় কমিশনার। সোমবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে রাজশাহী ও বরিশাল বিভাগের দুই বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও রাজশাহী বিভাগের পাঁচ জেলা প্রশাসক রয়েছেন।
মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া তিনদিনের ডিসি কনফারেন্সে আক্রান্ত সকলের যোগদানের কথা ছিল।
আরও পড়ুন: ২২ বিচারক করোনায় আক্রান্ত, প্রশিক্ষণ কর্মশালা স্থগিত
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সম্মেলনে যোগদানের আগে সব ডিসি এবং গানম্যানদের আরটি-পিসিআর পরীক্ষা করতে বলা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটি উদ্বোধন করবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিসি সম্মেলন ইতোমধ্যে পাঁচ দিনের পরিবর্তে তিনদিন করা হয়েছে। তাছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষের পরিবর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।