চলমান ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে মোট ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের হরতাল: সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
এদিকে, অবরোধ চলাকালে অপ্রীতিকর ঘটনা রোধে সারা দেশে র্যাবের ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া অবরোধ চলাকালে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তাও তদারকি করছে এলিট ফোর্স।
সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও গোয়েন্দা দল নজরদারি করছে।
আরও পড়ুন: সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন